খেলাধুলা

আইপিএলের নতুন আসরের নিলাম কবে, কোথায় হবে?

ভারতের মাটিতে চলছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসর। এরই মাঝে বিশ্বের অন্যতম বৃহৎ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নতুন আসরের নিলাম নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে

ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ দাবি করছে, এবার আইপিএলের নিলাম হবে দেশের বাইরে, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। আগামী ১৫-১৯ ডিসেম্বরের মধ্যে এই নিলাম আয়োজন করা হতে পারে।

আইপিএলের আগের আসরের নিলামও তুরস্কের ইস্তাম্বুলে বসার কথা শোনা গিয়েছিল। পরে সেটি কেরালার কোচিতে আয়োজন করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তবে আবারও দেশের বাইরে নিলাম আয়োজনের কথা শোনা যাচ্ছে।

ক্রিকবাজ বলছে, ছেলেদের টুর্নামেন্টের আগে ওমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) নিলাম অনুষ্ঠিত হবে। তবে ৯ ডিসেম্বর মেয়েদের টুর্নামেন্টের নিলাম ভেন্যু এখনও চূড়ান্ত করা হয়নি, যদিও সেটি ভারতেই হওয়ার কথা রয়েছে। এদিকে আইপিএলের সম্ভাব্য ভেন্যু হিসেবেও ওঠে এসেছে দুবাইয়ের নাম।

আইপিএলের খেলোয়াড় বেচাকেনার উইন্ডো বর্তমানে খোলা আছে। তবে এখন পর্যন্ত আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে খেলোয়াড় বিনিময়ের কোনো তথ্য পাওয়া যায়নি। ছেলেদের আসরে গতবার শিরোপা উৎসব করেছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। এ নিয়ে তারা মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে সমান পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *