আন্তর্জাতিক

ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে ইসরায়েলি পুলিশ নিহত

ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে চেন আমির নামে এক ইসরায়েলি পুলিশ নিহত হয়েছে। পরে ইসরায়েলি আরেক পুলিশের পাল্টা গুলিতে ওই বন্দুকধারীও নিহত হয়।

শনিবার (৫ আগস্ট) তেলআবিবে এই ঘটনা ঘটে।

জেরুজালেম পোস্টের এক খবরে এ তথ্য জানানো হয়

খবরে বলা হয়, ইসরায়েলি পুলিশ চেন আমির তেল আবিব শহরে ইন্সপেক্টর হিসেবে দায়িত্বরত ছিলেন। তার তিনটি কন্যা রয়েছে।

চেন আমির সহকর্মীর সঙ্গে মোটরসাইকেলে টহল দিচ্ছিলেন। হঠাৎ সন্দেহভাজন একজনকে জনপ্রিয় একটি মলের সামনে দেখেন তারা। ওই মলে অনেক ক্যাফে এবং রেস্টুরেন্ট রয়েছে। পরে তারা সন্দেহভাজন ফিলিস্তিনি যুবকের দিকে এগিয়ে যায় এবং তাকে কিছু জিজ্ঞাসা করা হয়। কিন্তু তিনি উত্তর দেননি। এরপর তারা (ইসরায়েলি দুই পুলিশ কর্মকর্তা) মোটরসাইকেল থামিয়ে নামতে যাচ্ছিলেন- এমন সময় ফিলিস্তিনি ওই যুবক গুলি চালান। এতে আমিরের মাথায় গুলি লাগে এবং তিনি মারাত্মকভাবে আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। এ ঘটনায় উপস্থিত ইসরায়েলি আরেক পুলিশ কর্মকর্তার গুলিতে ওই বন্দুকধারীও নিহত হন।

ফিলিস্তিনি ওই যুবকের নাম কামাল আবু আহমেদ (২২)। তিনি দখলকৃত জেনিনের বাসিন্দা এবং ফিলিস্তিনি ইসলামি জিহাদের সদস্য ছিলেন।

ইসরায়েলি পুলিশ ঘটনাস্থলে একটি চিরকুট পেয়েছে। চিরকুটে ফিলিস্তিনি যুবক শহীদ হওয়ার আকাঙ্ক্ষার কথা লিখে গেছেন।

এ বিষয়ে ইসরায়েলি আইনশৃঙ্খলা বাহিনী বলেছে, ফিলিস্তিনি ওই যুবক তেলআবিবে কিভাবে প্রবেশ করল তা যাচাই করে দেখা হচ্ছে।

এটা ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের ফলাফল বলে জানিয়েছে হামাস। এই ঘটনার প্রশংসাও করেছে সংগঠনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *