খেলাধুলা

আইপিএলের কারণে পিএসএলের সূচিতে পরিবর্তন

২০১৬ সাল থেকে ফেব্রুয়ারি-মার্চে আয়োজিত হয়ে আসছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জমজমাট আসর। কিন্তু সপ্তম আসরটি সেই সময়ে হচ্ছে না।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সঙ্গে সূচির সংঘর্ষ এড়াতে পিএসএলের পরের আসরের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এগিয়ে আনা হয়েছে টুর্নামেন্টটির আগামী আসর। আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ টুর্নামেন্টের সপ্তম আসর।

এক বিবৃতিতে শনিবার পাকিস্তান ক্রিকেটে বোর্ড (পিসিবি) জানিয়েছে, ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আলোচনার পরই নতুন সূচিতে প্রতিযোগিতাটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী জানুয়ারির প্রথমে শুরু হবে পিএসএল। চলবে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ পর্যন্ত।

শুধু আইপিএলের কারণেই নয়, ফেব্রুয়ারির দিকে পাকিস্তান দলের অস্ট্রেলিয়া সফরের কারণেও পিএসএল এগিয়ে আনা হয়েছে।

ওই সফর শেষ হতেই আইপিএল শুরু হবে এপ্রিলে। ওই সময় বেশিরভাগ তারকা বিদেশি ক্রিকেটার আইপিএলে যোগ দেবেন। একই সঙ্গে পবিত্র রমজান পালিত হবে। তাই পিএসএলের সূচিতে এনেছে পরিবর্তন পিসিবি।

নতুন সূচি অনুযায়ী, লাহোর ও করাচিতে ১৭টি করে ম্যাচ হবে পিএসএলের। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনাল দিয়ে শেষ হবে আসর।

তথ্যসূত্র: ক্রিকেট পাকিস্তান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *