আন্তর্জাতিক বিষয়াবলী

ন্যাটো কী এবং ন্যাটোর ৩০টি সদস্য দেশ

ন্যাটো কী এবং কেনো এটি প্রতিষ্ঠা করা হয়েছিল?

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ১৯৪৯ সালে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট (ন্যাটো) প্রতিষ্ঠিত হয়।

সে যুগে, এ জোট গঠনের মূল উদ্দেশ্য ছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের (ইউএসএসআর) আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মিত্ররা বৃহত্তর রাজনৈতিক সহযোগিতার মাধ্যমে যেকোনো ধরনের সংঘর্ষ এড়াতে ন্যাটোকে ঢাল হিসেবে ব্যবহার করতে চেয়েছিল।

কয়েক দশক পর, ২০২২ সালে এসে দেখা যায়, মধ্য ও পূর্ব ইউরোপের বেশিরভাগ দেশে ন্যাটোর প্রভাব বিস্তৃত হয়েছে। এর পেছনে সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের একটি বড় ভূমিকা আছে।

স্বভাবতই, এতে রাশিয়া অস্বস্তিতে পড়েছে। ন্যাটোর প্রভাব যতই রাশিয়ার সীমান্তের কাছাকাছি এসে পৌঁছাচ্ছে, ততই তারা তেতে উঠছে।

ন্যাটোর ৩০টি সদস্য দেশ, দেশের রাজধানী এবং সদস্যপদ পাওয়ার সন

১.বেলজিয়াম-ব্রাসেলস-১৯৪৯-প্রতিষ্ঠাকালীন সদস্য, এখানে সদরদপ্তর অবস্থিত।
২.কানাডা-ওটাওয়া-১৯৪৯-প্রতিষ্ঠাকালীন সদস্য।
৩.ডেনমার্ক-কোপেনহেগেন-১৯৪৯-প্রতিষ্ঠাকালীন সদস্য।
৪. ফ্রান্স-প্যারিস-১৯৪৯-প্রতিষ্ঠাকালীন সদস্য।
৫.আইসল্যান্ড-রেইকজাভিক-১৯৪৯প্রতিষ্ঠাকালীন সদস্য।
৬.ইতালি-রোম-১৯৪৯-প্রতিষ্ঠাকালীন সদস্য।

৭.লুক্সেমবার্গ-লুক্সেমবার্গ সিটি-১৯৪৯-প্রতিষ্ঠাকালীন সদস্য।
৮.নেদারল্যান্ডস-অ্যামস্টারডাম-১৯৪৯-প্রতিষ্ঠাকালীন সদস্য।
৯.নরওয়ে-অসলো-১৯৪৯-প্রতিষ্ঠাকালীন সদস্য।
১০.পর্তুগাল-লিসবন-১৯৪৯-প্রতিষ্ঠাকালীন সদস্য।
১১.যুক্তরাজ্য-লন্ডন-১৯৪৯-প্রতিষ্ঠাকালীন সদস্য।
১২.যুক্তরাষ্ট্র-ওয়াশিংটন ডিসি-১৯৪৯-প্রতিষ্ঠাকালীন সদস্য।
১৩.গ্রিস-অ্যাথেন্স-১৯৫২।
১৪.তুরস্ক-আংকারা-১৯৫২-মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ (৯৯%)।
১৫.জার্মানি-বার্লিন-১৯৫৫-(যোগ দেওয়ার সময় নাম ছিল পশ্চিম জার্মানি)।
১৬.স্পেন-মাদরিদ-১৯৮২।
১৭.চেক রিপাবলিক-প্রগ-১৯৯৯।
১৮.হাংগেরি-বুডাপেস্ট-১৯৯৯।
১৯.পোল্যান্ড-ওয়ার-স (ভার্শাভা)১৯৯৯।
২০.বুলগেরিয়া-সোফিয়া-২০০৪।
২১.এস্তোনিয়া-তালিন-২০০৪।
২২.লাটভিয়া-রিগা-২০০৪।
২৩.লিথুয়ানিয়া-ভিলনিয়াস-২০০৪।
২৪.রোমানিয়া-বুকারেস্ট-২০০৪।
২৫.স্লোভাকিয়া-ব্রাতিস্লাভা-২০০৪
২৬.স্লোভেনিয়া-লুবিয়ানা-২০০৪।
২৭.আলবানিয়া-তিরানা-২০০৪মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ (৫৬+%)।
২৮.ক্রোয়েশিয়া-জাগরেব-২০০৯।
২৯.মন্টিনিগ্রো-পোদগোরিচা-২০১৭।
৩০.উত্তর মেসিডো-নিয়াস্কোপজি-২০২০।
#NATO

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *