বুধবার, জুন ৭, ২০২৩
spot_img
Homeত্বকের যত্নKivabe Bron Dur Kora Jay Toothpaste Facial | ব্রন থেকে মুক্তি পেতে...

Kivabe Bron Dur Kora Jay Toothpaste Facial | ব্রন থেকে মুক্তি পেতে টুথপেস্ট

যৌবন ধরে রাখার এক অসাধারন উপায়

আমরা জানি টুথপেস্ট দিয়ে সাধারনত দাঁত ব্রাশ করা হয়। কিন্তু টুথপেস্ট দিয়ে ফেসিয়াল ও করা হয় তা আমরা অনেকেই জানি না। আজকে আমরা জানবো টুথপেস্ট দিয়ে কিভাবে ফেসিয়াল করা যায় ।

ত্বক ফর্সা করার জন্য আমরা কত কিছুইনা ব্যবহার করে থাকি। সব কিছু ভুলে গেলেও মেয়েরা কখনো ত্বকের যত্ন নিতে ভুলে না।

কাটা, ফোঁড়া বা পুড়ে গেলে আমরা তাতক্ষনিক ভাবে টুথপেস্ট ব্যবহার করে থাকি। কারনে এটি ত্বকের ক্ষত জায়গায় লাগালে খুব দ্রুত ভালো করে তোলে।

আবার বয়স ধরে রাখতেও সাদা টুথপেস্ট ব্যবহার বর্ননাতীত।

ব্ল্যাকহ্যাট  সমস্যা সমাধানে সাদা টুথপেস্ট অনেক কার্যকরী।

নাকের দুইপাশে জমে থাকা ময়লা গুলোকে ব্ল্যাকহ্যাট বলে। যেখানে ব্ল্যাকহ্যাট আছে, সেখানে ভালো করে সাদা টুথপেস্ট লাগান এবং ১০ মিনিট পরিস্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ত্বকের উজ্যলতা বাড়াতে প্রতিদিন একবার সাদা টুথপেস্ট ফেসিয়াল হিসেবে ব্যবহার করুন। আপনি যেভাবে মুখে সাবান ব্যবহার করেন, ঠিক সেভাবেই টুথপেস্ট ব্যবহার করুন। এতে দেখবেন আপনার ত্বক উজ্যল হয়ে গেছে

ব্রন থেকে মুক্তি পেতে টুথ পেস্ট অনেক উপকারি

রাতে ঘুমানোর আগে ব্রনের উপরে টুথপেস্ট লাগিয়ে ঘুমাতে যান। পরদিন সকালে ধুয়ে ফেলুন।

এভাবে পর পর ৩-৭ ব্যবহার করুন। এতে আপনার ব্রন দূর হয়ে যাবে।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments

ABUL HOSAIN on BMTF Job Circular 2022