রবিবার, অক্টোবর ১, ২০২৩
spot_img
Homeনখের যত্নHome Made Neil Polish Remover Bangla | ঘরে বসেই বানিয়ে ফেলুন নেলপলিশ...

Home Made Neil Polish Remover Bangla | ঘরে বসেই বানিয়ে ফেলুন নেলপলিশ রিমুভার

ঘরে বসেই বানিয়ে ফেলুন নেলপলিশ রিমুভার

সব নারীদেরই রং বেরঙের নেলপলিশ খুব পছন্দের। হাতের সৌন্দর্য বৃদ্ধি করতে নেলপলিশের চাহিদা অনেক বেশি। আবার এই নেলপলিশ পরিষ্কার করতে রিমুভার এর প্রয়োজনীয়তাও অনেক বেশি। কিন্তু বিভিন্ন শপিং মলের দোকান গুলোতে যে রিমুভার কিনতে পাওয়া যায় সেগুলোতে অনেক ধরণের কেমিক্যাল থাকে। এগুলো ব্যবহার নখে চুলকানিও হয়।

তাই ঘরে বসেই নখের নেলপলিশের রং তুলতে এই সহজ দুটি উপায় অবলম্বন করতে পারবেন।

ভিনেগার এবং লেবু

১। যখন আপনি ভিনেগার ও লেবুররস একসাথে মিশিয়ে খুব সহজেই আপনার নখের নেলপলিশের রং পরিষ্কার করতে পারবেন। তাই একটি পাত্রে পরিমান মতো ভিনেগার নিয়ে তাতে একটি লেবুর রস পুরোটাই দিয়ে দিন। তারপর হাতের আঙুল দিয়ে নাড়াচাড়া করে মিশ্রণটি আরও ভাল করে মিশিয়ে নিন। তারপর আপনার হাত এই মিশ্রনে ২০ সেকেন্ড ডুবিয়ে রাখুন।

২। কিছুক্ষণ ভিনেগার ও লেবুর মিশ্রনে হাত ডুবিয়ে রাখার পর, হাত তুলে নিন এবং তুলো দিয়ে নখের উপর মুছে নিন

৩। তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে হাত ভাল করে ধুয়ে ফেলুন ।

 

লেবু ও উষ্ণ গরম পানি

১। কুসুম গরম পানি নিয়ে তাতে হাত অথবা পা ৩ থেকে ৬ মিনিট ভিজিয়ে রাখুন। বেশ কিছুক্ষণ হাত গরম পানিতে চুবিয়ে রাখার পর, একটি লেবু টুকরা করে কেটে তা নখের ওপরে ঘষতে থাকুন। দেখবেন নেল পলিশের রং উঠে গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments