রবিবার, অক্টোবর ১, ২০২৩
spot_img
Homeচুলের যত্নঈদের আগে ঘরেই করুন নিজের হেয়ার স্পা | Eid Er Age Ghorei...

ঈদের আগে ঘরেই করুন নিজের হেয়ার স্পা | Eid Er Age Ghorei Korun Nijer Hair Spa

ঈদের আগে ঘরেই করুন নিজের হেয়ার স্পা

 Eid Er Age Ghorei Korun Nijer Hair Spa

কিভাবে ঘরে হেয়ার স্পা করবেন :

* চুলে তেল ম্যাসাজ করুন: হেয়ার স্পার প্রথম ধাপ হচ্ছে মাথার স্ক্যাল্প ও চুলে তেল ব্যবহার করুন। এজন্য আপনি নারিকেল তেল, অলিভ অয়েল বা বাদাম তেল নিতে পারেন। চাইলে তেল হালকা গরম করে নিতে পারেন। চুলে তেল দিয়ে ১৫-২০ মিনিট ম্যাসাজ করুন।
* হেয়ার মাস্ক লাগান: হেয়ার স্পার শেষের ধাপ হেয়ার মাস্ক। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার মাস্ক কিনতে পাওয়া যায়। তবে প্রাকৃতিকভাবে হেয়ার মাস্ক তৈরি করে নিতে পারেন। দুইটি ডিমের সাথে সামান্য নারিকেল তেল মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এবার এই মাস্কটি চুলে লাগান। ২০ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন।
* শ্যাম্পু করুন: গরম ভাপ দেয়ার পর চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু করুন।
* কন্ডিশনিং করুন: শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করুন। বাজারে বিভিন্ন ধরনের কন্ডিশনার পাওয়া যায়। প্রাকৃতিক কন্ডিশনার ব্যবহার করতে চাইলে চা ও লেবুর রস ব্যবহার করতে পারেন। এজন্য গরম পানিতে চা পাতা সেদ্ধ করে ছেঁকে ঠান্ডা করে নিন। এরপর এতে লেবুর রস মিশিয়ে নিন। এটি কন্ডিশনার হিসেবে ব্যবহার করতে পারবেন।
* চুলে গরম ভাপ দিন: চুলে দেয়ার পরের কাজ হলো ভাপ দেয়া। একটি পাত্রে পানি গরম করে নিন। এরপর একে একটি তোয়ালে চুবিয়ে অতিরিক্ত পানি নিংড়ে নিন। এবার তোয়ালেটি মাথায় পেঁচিয়ে ১৫-২০ মিনিট অপেক্ষা করুন।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments