রবিবার, ডিসেম্বর ৩, ২০২৩
spot_img
Homeবাংলা গানের কথাDekha Hobe Bondhu by Partho Borua lyrics

Dekha Hobe Bondhu by Partho Borua lyrics

শিরোনাম: Dekha Hobe Bondhu (দেখা হবে বন্ধু)
শিল্পী: Partho Borua (পার্থ বড়ুয়া)
ব্যান্ড: সোলস

 

দেখা হবে বন্ধু কারণে আর অকারণে
দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে
দেখা হবে বন্ধু সাময়িক বৈরিতায় অস্থির অপাগরতায়

দেখা হবে বন্ধু নাটকীয় কোনো বিনয়ী ভঙ্গিতে
ভালোবাসার শুভ্র ইঙ্গিতে
দেখা হবে বন্ধু নিয়ত প্রতিদিন পাশ কেটে যাওয়া
সন্ধ্যার হিমেল হাওয়ায়

দেখা হবে বন্ধু
শ্লোগান মুখর কোনো এক মিছিলে
ব্যস্ততা থেকে ধার দিলে
দেখা হবে বন্ধু
ভীষণ খেয়ালী মনের আতিথেয়তায়
উচ্ছাসে প্রনয় প্রাক্কালে

RELATED ARTICLES

Most Popular

Recent Comments