রবিবার, ডিসেম্বর ৩, ২০২৩
spot_img
Homeচুলের যত্নChul Soja Korar Upay Bangla Tips | চুল সোজা করার পদ্ধতি |...

Chul Soja Korar Upay Bangla Tips | চুল সোজা করার পদ্ধতি | Apsarah.com

চুল সোজা করার পদ্ধতি

এখন বেশিরবাগ মেয়েরই পছন্দ সোঁজা চুল।

আর সেই জন্য পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে চুলে ক্যামিকেল ব্যবহার করে চুল সোঁজা করে থাকে।

আবার হেয়ার স্ট্রেইটনার মেশিন ব্যবহার করেও চুলে হিট দিয়ে চুল সোজা করে থাকে। যা আমাদের চুলের জন্য মারাত্বক।

হেয়ার স্ট্রেইটনার মেশিন

আজ আমরা আপনাদের সাথে আলোচনা করবো কিভাবে ইলেক্ট্রিক হিট বা ক্যামিকেল ছাড়া চুল সোজা করা যায়।

উপকরণ

১। নারিকেল বাটা ১ কাপ

২। ডিম ১টি

৩। অলিভ অয়েল

৪। ভিটামিন E-Cap ৩ থেকে ৪টা

৫। মেওনেজ ৪-৫ চামচ

পদ্ধতি

১টি পরিস্কার পাত্রে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে একটি প্যাক তৈরি করুন।

ব্যবহার বিধি

এই মিশ্রনটি চুলের আগা থেকে গোঁড়া পর্যন্ত ভালোভাবে লাগিয়ে রাখতে হবে।

১ ঘন্টা পর হালকা গরম পানি দিয়ে চুল ভালো করে ধুয়ে নিতে হবে।

এভাবে সপ্তাহে অন্তত ১ বার করে ১ মাস ব্যবহার করুন। এতে আপনার চুল সোজা হয়ে যাবে।

 

কার্যকারিতা:
এটা Rebonding Cream থেকেও Powerful. এটি 3in one cream যার মধ্যে আছে ৩ টি উপাদান। ১)Straight cream
২)hair Protein
৩)newtrelaizar
Hair parm কোন হিট মেশিন ছাড়াই মাত্র ৪৫ মিনিটে চুল সোজা করে। Straightner ব্যবহার করতে হয় না কারন এটা without heat hair straight cream। এটা ব্যবহার করা খুবই সহজ😃। যারা Straightner ব্যবহার করতে ভয় পান চুল পরে যাওয়ার ভয়ে 😐তাদের জন্য এটা বেস্ট cream😍কারন এই Cream টি বানানো হয় Without Straightner Straight করার জন্য। চিরুনি ও hair perm cream দিয়ে ঘরে বসেই করতে পারবেন। ১ বছর থাকবে😚
কোন সাইড ইফেক্ট হবে না ইনশাআল্লাহ 😊
Thailand থেকে Imported।

ব্যবহারঃ
চুল ভালোভাবে আচড়ে নিয়ে হাতে একটু করে ক্রিম নিয়ে অল্প অল্প চুল নিয়ে চুলে টেনে টেনে ক্রিম লাগাতে হবে। এভাবে পুরো চুলে লাগানোর পর চুল সমান ভাবে ছেড়ে রেখে ৪৫ মিনিট চিড়ুনি দিয়ে আচড়াতে হবে তাতে Hair টা Straight থাকে তখনই মেডিসিন টা কাজ করে ফেলে।৪৫ মিনিট আচরানোট পর ২ঘন্টা /১ঃ৩০ মিনিট মাথায় রাখবেন। তারপর নরমাল পানি দিয়ে ওয়াস করে ফেলবেন।
হেয়ার স্ট্রেইট করার পাশাপাশি হেয়ার ডেমেজ রিপেয়ার করবে, চুল সিল্ক করবে

 

Buy Now: Hair Perm Price in BD
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments