রবিবার, অক্টোবর ১, ২০২৩
spot_img
Homeচুলের যত্নচুলপড়া সমস্যা দূর করতে পেয়ারা পাতা | Chul Pora Somossa Dur Korte...

চুলপড়া সমস্যা দূর করতে পেয়ারা পাতা | Chul Pora Somossa Dur Korte Peara Pata

চুলপড়া সমস্যা দূর করতে পেয়ারা পাতা | Chul Pora Somossa Dur Korte Peara Pata

চুলপড়া সমস্যা সমাধানে পেয়ারাপাতার ব্যবহার

অনেকেই ঝরে পড়া চুল নতুন করে গজানোর আশায় বিভিন্ন কোম্পানির পণ্য বা ওষুধ ব্যবহার করেন। চুল না থাকা সত্ত্বেও মাথার পরিপূর্ণ সৌন্দর্য ধরে রাখতে কেউ কেউ নকল চুলও ব্যবহার করেন। তবে এটা হয়ত অনেকেরই জানা নেই, খুব সহজ ঘরোয়া পদ্ধতিতেই চুল পড়া ঠেকানো ‌যায়।

কীভাবে?

পেয়ারা পাতা দিয়ে। এই পাতা চুল পড়া আটকাতে ও গজাতে ভীষণ কা‌র্যকরি। গবেষকদের দাবি, পেয়ারা পাতা নিয়মিত ব্যবহারের ফলে মাথার চুলের ঝরে পড়া রোধ হয় এবং চুলের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে। পেয়ারা পাতায় রয়েছে প্রচুর ভিটামিন বি, যা স্বাস্থ্যকর চুলের জন্য খুবই উপকারী।
তাদের আরো দাবি, পেয়ারা পাতা অবশ্যই মাথার চুল ঝরে পড়া রোধ করবে। সেই সঙ্গে নতুন চুল গজাতে সাহায্য করবে। এটি চুলের গ্রন্থিকোষ ও শিকড়কে অনেক শক্ত করে।

ব্যবহারের নিয়মঃ

কয়েকটি পেয়ারা পাতা পরিষ্কার পানি নিয়ে চুলায় বসান।
পাতাগুলি ২০ মিনিট পর্যন্ত ভালো করে সিদ্ধ করুন
দেখুন পেয়ারা পাতার মিশ্রণটি লালচে হয়ে এসেছে। এবার সেটাকে নামিয়ে ঠাণ্ডা হতে রেখে দিন।
এবার সেই ঠাণ্ডা হয়ে ‌যাওয়া মিশ্রণটি কোনও একটি বোতলে ঢেলে রাখুন। সময় মত, সেটাকে হেয়ার টনিকের মত মাথার চুলের গোড়ায় নিয়মিত লাগান। মিশ্রণটি বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দিন। এবং
রাতে শুতে ‌যাওয়ার আগে মিশ্রনটি দিয়ে ম্যাসাজ করুন। এরপর সকালে চুল ধুয়ে ফেলুন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments