মাতৃভূমিশিল্প ও বাণিজ্য

লাইফস্টাইল অ্যাওয়ার্ড দেওয়া হবে নারী উদ্যোক্তাদের

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে হুন্ডাই ফেয়ার টেকনোলজি প্রেজেনস ‘দ্য ম্যাজেস্টিক অ্যাফেয়ার লাইফস্টাইল অ্যান্ড ব্রাইডাল ইন্ডাস্ট্রি অ্যাওয়ার্ডস।‘ উইমেন লিডারশিপ কর্পোরেশনের আয়োজনে অনুষ্ঠানটির অ্যাসোসিয়েট পার্টনার পিউরিটি দ্য হিজাব স্টোর এবং লাক্স বাংলাদেশ।

আয়োজনে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য পাওয়া নারীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। এছাড়া সাংস্কৃতিক আয়োজনে থাকবেন অভিনয়শিল্পী নুসরাত ফারিয়া, সাফা কবির, আফরান নিশো এবং কণ্ঠশিল্পী ইমরান।

দুই দিনের এই আয়োজনে বসবে ৭৫টি স্টল। এ উপলক্ষে গতকাল (২১ ডিসেম্বর) হোটেল ওয়েস্টিনে একটি প্রেস মিটের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তাসহ অনুষ্ঠান আয়োজক কমিটির প্রেসিডেন্ট মারিয়া মৃত্তিক, পিউরিটি দ্য হিজাব স্টোরের সিইও নুসরাত চৌধুরী এবং লাক্স বাংলাদেশের সিইও পার্সা ফাতিমা নাবিল।

আয়োজন নিয়ে মারিয়া মৃত্তিক বলেন, ‘দীর্ঘ প্যান্ডামিকে যে সব ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন, তাদের উজ্জীবিত করতেই মূলত এই উদ্যোগ।’পিউরিটি দ্য হিজাব স্টোরের সিইও নুসরাত চৌধুরী বলেন, ‘উদ্যোক্তা নারীদের এগিয়ে যাওয়ার পথে সব সময় পাথেয় হয়ে কাজ করি আমরা। এই আয়োজন এটাই প্রমাণ করে, করোনার মতো এতো বড় দুর্যোগের পরও সম্ভাবনা তৈরি করতে সক্ষম আমরা।’

আরো পড়ুন:

কিডস্ক্রিন পুরস্কারে সিসিমপুর

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *