জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়া হয়েছে। সেখানে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত।
শুক্রবার রাতে জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রওশন এরশাদকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স রাত সাড়ে ৯টায় থাইল্যান্ড পৌঁছেছে। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত। এখন ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা শুরু হবে তার।
রওশন এরশাদের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।
- বঙ্গবন্ধুর ওপর গোপন দলিল অমূল্য সম্পদ : প্রধানমন্ত্রী
- একাত্তর টিভির সাংবাদিকের বিরুদ্ধে ধর্ষণ মামলার প্রতিবেদন ২৩ নভেম্বর