বয়ঃসন্ধি (১৫+)
খোকন কুমার রায়
প্রথম প্রেমপত্র আমার দিতে পারিনি তাঁকে
রেখেছি আজও সযতনে আলমারিটার ফাঁকে
তুমি তখন সপ্তম শ্রেণী, আমি সবে নবম
বলতে পারিনি তোমায়, ভয়ে আটকে আসতো দম।
ভয়ে আমার কৈশোর গেলো তোমায় দেখে দেখে
তবুও বলার হয়নি সাহস, যদি তুমি বসো বেঁকে
দারুণ অচেনা অনুভূতি এক, লাগছে নিজেকে বড়
ঠোঁটে নতুন গোফের সারি, বড্ড জড় সড়।
তোমার দেহের আঙিনাতে দিয়েছি উঁকি কতবার
ব্যস্ত আমার উৎসুক চোখ করতে নতুন আবিষ্কার
ছাদে তুমি কাপড় শুকাও, ছাদেই আমার মনের ঘর
ওই চোখেতে চোখ রেখে তাই খুন হয়ে যাই অতঃপর।
তোমায় দেখে পুলক জাগে, ভাল্লাগে না এ ঘর দোর
স্বপ্নে তুমি আসতে রাতে, বিছানা ভেজা আমার ভোর
ছিলাম বড়ই লাজুক আমি, পরীক্ষাতে করেছি ফেইল
চিন্তায় যায় রাত্রি আমার, যদি তুমি না দাও বেইল।
চল্লিশে আজ আলোড়ন জাগে, মনে বাজে করুণ সুর
স্বপ্নে শয্যা আকাশে ওড়ে, কান্নায় ভেজা আমার ভোর।