সাকিবের ছেলের নাম আইজাহ আল হাসান : ফেসবুকে জানালেন শিশির

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: এক মাস আগে গত ১৫ মার্চ পুত্র সন্তানের বাবা হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে ছেলের নাম কী রাখা হবে তখন সে বিষয়ে মুখ খোলেননি তারা। অবশেষে জানা গেলো সাকিবের ছেলের নাম।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির নিজের ফেসবুক থেকে ছেলের নাম জানিয়েছেন। ‘সাকিব উম্মে আল হাসান’ নামে ফেসবুক পেজে কলকাতা নাইট রাইডার্সের জার্সি শেয়ার করে শিশির লিখেছেন, ‘আমাদের ছেলে আইজাহ আল হাসানের আজ এক মাস পূর্ণ হওয়ায় অনেক শুভেচ্ছা। তুমি আমাদের ছোট পরিবারকে পরিপূর্ণ করেছো। তুমি সর্বশক্তিমান আল্লাহর পক্ষ থেকে আশীর্বাদ। তোমাকে পেয়ে তোমার বোনেরা অনেক খুশি। তুমি আমাদের পরিবারে ছোট্ট বন্ধু। আলহামদুলিল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *