লেখালেখি

খোকন কুমার রায়ের কবিতা “ বয়স আমার ১৭ই! ”

বয়স আমার ১৭ই!

খোকন কুমার রায়

তুমি চাইলেই সাত সমুদ্র দেবো সাঁতরে পাড়ি

তুমি চাইলেই পর্বতটাকে আনবো তোমার বাড়ি

তুমি চাইলেই অসীম হতে শূন্য আনবো তুলে

তুমি চাইলে বসাবো তোমায় আমার হৃদয় খুলে

তুমি চাইলেই চিৎকার করে ধরবো প্রেমের গান

তুমি চাইলে রোজ শতবার জপবো তোমার নাম

তুমি চাইলে আকাশ থেকে নীল আনবো পেড়ে

নীলের শাড়ি জড়িয়ে তোমায় সাজাবো যতন করে

তুমি চাইলেই তারা ছিঁড়ে এনে গাঁথবো তোমার মালায়

সূর্য্য টাকে মাটিতে নামিয়ে পরাবো তোমার গলায়

তুমি চাইলেই করবো না আর পরীক্ষাতে ফেল

তুমি চাইলেই রঙ্গিন হবে আমার সব বিকেল

স্কুলের গেটে দাঁড়িয়ে আছি, প্লীজ দিও না আড়ি

একটি পলক দেখেই তোমায় দৌড়ে ফিরবো বাড়ি

বয়স আমার ১৭ চলছে হয়েছি বেশ বড়

তুমিও নেই কচি খুকী, আমায় আপন করো!

৫৩ বছর আগে তুমি গিয়েছো আমায় ছেড়ে

১৭ তেই আটকে আছি আমি সত্তর বছর ধরে।

আরও পড়ুন: খোকন কুমার রায়ের কবিতা “ভীমরতি”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *