খেলাধুলা

মাইলফলকের ম্যাচে বড় লজ্জার হাতছানি

স্বাগতিক জিম্বাবুয়ের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের পর ওয়ানডে সিরিজ খেলতে নামে বাংলাদেশ। পছন্দের ফরম্যাট ওয়ানডেতে ফেভারিটই ছিল টাইগাররা। কিন্তু ক্রিকেটপ্রেমীদের অবাক করে দিয়ে প্রথম দুই ম্যাচ হেরেই বাংলাদেশ সিরিজ খুইয়েছে। আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুদল।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় ১টা ১৫ মিনিটে ম্যাচটি শুরু হবে। ম্যাচটি নিয়মরক্ষার হলেও বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচটি বাংলাদেশের ৪০০তম ওয়ানডে। আর মাইলফকের এই ম্যাচে হেরে গেলেই জিম্বাবুয়ের কাছে ২১ বছর পর হোয়াইটওয়াশের লজ্জা পাবে বাংলাদেশ।

৩৯৯ ম্যাচের মধ্যে বাংলাদেশের জয় ১৪৩টি ও হার ২৪৯টি। বাকি ৭টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। ওয়ানডেতে টাইগাররা জয় পেয়েছে ৩৫.৮৪ শতাংশ ম্যাচে।

চলতি সিরিজের প্রথম ওয়ানডেতে ৩০৩ ও দ্বিতীয় ওয়ানডেতে ২৯১ রান করে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচের আগে ইনজুরি জর্জর বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন মোহাম্মদ নাঈম শেখ ও এবাদত হোসেন। আজকের ম্যাচে তাদেরকে একাদশেও দেখা যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *