ধূমকেতু ডেস্ক: শরিয়াভিত্তিক পরিচালিত ইউনিয়ন ব্যাংক লিমিটেড প্রবেশনারি অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি অনার্সসহ এমবিএ, এমবিএম বা মাস্টার্স ডিগ্রি থাকলে পদটিতে আবেদন করা যাবে। চার বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনের সব পরীক্ষায় প্রথম শ্রেণি থাকতে হবে। ২১ জানুয়ারি ২০২১ তারিখে বয়স হতে হবে অনূর্ধ্ব ৩০ বছর।
নিয়োগপ্রাপ্তদের প্রথম বছর প্রবেশনারি অফিসার হিসেবে মাসিক ৪৮,৪০০ টাকা বেতন দেয়া হবে। পরবর্তীতে অফিসার পদে পদায়ন এবং ব্যাংকের নিয়ম অনুযায়ী বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।
প্রার্থীদের ইউনিয়ন ব্যাংকের ওয়েবসাইটের (https://www.unionbank.com.bd/career) মাধ্যমে ২১ জানুয়ারি ২০২১ তারিখের মধ্যে আবেদন করতে হবে।