ধূমকেতু ডেস্ক: জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) বাংলাদেশে বাস্তবায়নাধীন এডুকেশন লোকাল কনসালটেটিভ গ্রুপ (ইএলসিজি) এর জন্য দুই পদে কর্মকর্তা নিয়োগ দেবে।
পদগুলো হলো-
১. নলেজ ম্যানেজমেন্ট অফিসার ফর ইএলসিজি
২. ইনফরমেশন ম্যানেজমেন্ট অফিসার ফর ইএলসিজি
স্যোশাল সায়েন্স, এডুকেশন, স্ট্যাটিসটিকস, ইনফরমেশন ম্যানেজমেন্ট, ইকোনোমিক্স, ডাটা সায়েন্স, কম্পিউটার সায়েন্স, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রিধারী এবং পাঁচ বছরের অভিজ্ঞতাসম্পন্নরা পদগুলোতে আবেদন করতে পারবেন।
যোগ্য প্রার্থীদের বিজ্ঞপ্তিতে দেয়া নিয়মানুযায়ী আবেদনপত্র ইমেইল করতে হবে bd_oso_rep@jica.go.jp ঠিকানায়। আবেদন করা যাবে ১৭ নভেম্বর বিকাল ৪:৩০ টা পর্যন্ত।