রক্তক্ষরণ
-খোকন কুমার রায়
কথা ছিল থাকবে বন্দি হৃদয় মন্দিরে
সাধ ছিল রাখব তোমায় বুকে বন্দি করে।
ফিরবে কি তুমি আবার ভালোবাসার নীড়ে
বন্ধু তোমায় খুঁজে ফিরি মানুষের ভীড়ে।
তুমিহীন কেটে যায় মোর সারাবেলা
প্রেমিক মনটিরে কেন করো অবহেলা।
যেমন ছিলাম আমি আজও রয়েছি তেমন
দিবারাত্রি কাটাই করে কষ্টের আয়োজন।
নানান বর্ণের কষ্ট আমার পর্বত সমান
ভাবি না আর এখন কিছুই মান-অপমান।
কেন তুমি অন্য বুকে লুকিয়েছ মুখ
নীল কষ্টে রেখে মোরে পেয়েছ কী সুখ।
সুখের অসুখে তুমি ভুগছ নিরত
হৃদয়ে মোর রক্তক্ষরণ চলে অবিরত।
খোকন কুমার রায়: সম্পাদক ও প্রকাশক, ধূমকেতু ডটকম।