ক্রীড়া প্রতিবেদক, ধূমকেতু ডটকম: কুড়ি ওভারের ক্রিকেটে এখন পর্যন্ত যা দেখা যায়নি, তাই করে দেখালেন নেদারল্যান্ডসের নারী ক্রিকেটার ফ্রেডেরিক ওভারডাইক। পুরুষ ও নারী উভয় বিভাগ মিলিয়ে প্রথম ক্রিকেটার হিসেবে টি-২০-তে ৭ উইকেট নিলেন তিনি।
বৃহস্পতিবার নারী টি-২০ বিশ্বকাপের ইউরোপের বাছাই পর্বের খেলায় ফ্রান্সের বিপক্ষে এই কীর্তি গড়েন ডাচ এই নারী। চার ওভারে মাত্র ৩ রান দিয়ে ৭ উইকেট নিয়েছেন তিনি।
ওভারডাইকের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৩৩ রানে শেষ হয়ে যায় ফ্রান্স। জবাবে ৩.৪ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় নেদারল্যান্ডস।
নারীদের টি২০ ক্রিকেটে আগের সেরা বোলিং ছিল নেপালের অঞ্জলি চাদের। ২০১৯ সালে এসএ গেমসে মালদ্বীপের বিপক্ষে কোনো রান না দিয়েই ৬ উইকেট নিয়েছিলেন তিনি।