মাতৃভূমি

কাবুলে বাংলাদেশিরা নিরাপদে আছেন

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: আফগানিস্তানের কাবুলে বোমা বিস্ফোরণের পর সেখানে আটকে পড়া বাংলাদেশিরা এখনো নিরাপদে আছেন। তবে তাদের দেশে ফেরা এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

আফগানিস্তানের টেলিকম কোম্পানি আফগান ওয়্যারলেসে কর্মরত প্রকৌশলী রাজিব বিন ইসলাম আজ শুক্রবার (২৭ আগস্ট) জানান, দেশে ফেরার অপেক্ষায় থাকা বাংলাদেশিরা নিরাপদে আছেন। সবাই সুস্থ আছেন। তবে দেশে ফিরতে এখনো ফ্লাইট পাননি।

আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে ১৪ জন বাংলাদেশি দেশে ফেরার জন্য অপেক্ষা করছেন। তাদের সঙ্গে আফগানিস্তানের ১৬০ জন শিক্ষার্থী ফিরবেন। এসব শিক্ষার্থী বাংলাদেশের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে পড়েন। তারা ছুটিতে বাড়ি গিয়েছিলেন। এখন ফ্লাইট না থাকায় ফিরতে পারছেন না।

কাবুল বিমানবন্দরে বৃহস্পতিবার এক ভয়াবহ বোমা বিস্ফোরণে প্রায় শতাধিক লোক মারা গেছেন।

এদিকে বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, আফগানিস্তান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *