ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকমঃ আফগানিস্তান থেকে ৬৫ হাজার মানুষকে পুনর্বাসন করতে চায় যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। গত সপ্তাহে তালেবানের কাবুল দখলের পর উদ্ধার করা হয়েছে প্রায় ২৬ হাজার জনকে। মার্কিন নাগরিকরাও এসব আফগানকে আন্তরিকতার সঙ্গে গ্রহণ করছেন। শিশুদের খেলনা, বড়দের বইপত্র ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী দিয়ে তাদেরকে স্বাগত জানাচ্ছেন। আর্থিকভাবে সহায়তাও করছেন অনেকে।
গত রবিবার এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আফগানিস্তানে বসবাসরত ১৫ হাজার মার্কিন নাগরিকের পাশাপাশি যুক্তরাষ্ট্রকে নানাভাবে সহযোগিতা করা ৬৫ হাজার আফগানকে পুনর্বাসন করতে চান তিনি। এর মধ্যে বিশেষ ভিসায় প্রায় দুই হাজার আফগান দোভাষীকে ভার্জিনিয়া রাজ্যের ফোর্ট লিতে পুনর্বাসন করা হয়েছে। অবশিষ্টদের সরিয়ে আনতে কয়েকডজন বিমান পাঠানো হয়েছে। সামরিক বিমানের পাশাপাশি কাজ করছে কমার্শিয়াল বিমানও। এসব বিমানে প্রতিদিনই প্রায় ১০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে। মার্কিন সামরিক কমকর্তারা জানিয়েছেন, সোমবার একদিনে ১৬ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রে আশ্রয় নিতে আফগান শরণার্থীদের যারা সহায়তা করেছেন, এবং উদ্ধার কাজে যারা সহায়তা করেছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন বাইডেন। গত কয়েকদিনে এসব আফগান শরণার্থী যুক্তরাষ্ট্রে আশ্রয় নেন। বিভিন্ন সাপোর্ট গ্রুপ এবং সাধারণ মানুষ এদের সহায়তা করেছেন। বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রে যারাই আসবেন তাদেরই অতীত ইতিহাস যাচাই করা হবে।