পর্যটন ও পরিবেশ

আজ থেকে খোলা সাফারি পার্ক

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে আজ শুক্রবার সকাল থেকে খোলা থাকছে গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কর্তৃপক্ষ গণমাধ্যমকে এ তথ্য জানায়।

করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর বেশির ভাগ সময় পার্কটি দর্শনার্থীদের জন্য বন্ধ ছিল। এর মধ্যে একবার কিছুদিনের জন্য খোলা হয়েছিল। দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে সর্বশেষ গত ৩ এপ্রিল থেকে পার্কটি বন্ধ হয়ে যায়।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান গতকাল রাত সাড়ে ১০টায় বলেন, ‘কিছুক্ষণ আগেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে আমাদের জানানো হয়েছে, শুক্রবার সকাল থেকে পার্ক দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। তবে এখানে প্রবেশের জন্য মানতে হবে সরকারি সব স্বাস্থ্যবিধি। যথারীতি মঙ্গলবার সাপ্তাহিক ছুটির দিন পার্ক বন্ধ থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীরা পার্ক পরিদর্শন করতে পারবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *