নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: সময়মতো ঋণের কিস্তি পরিশোধ করলে নারী উদ্যোক্তারা ১ শতাংশ হারে প্রণোদনা সুবিধা পাবেন। ব্যাংকগুলোকেও এ জন্য ১ শতাংশ প্রণোদনা দেবে বাংলাদেশ ব্যাংক। সব ধরনের ঋণের বিপরীতে নারী উদ্যোক্তা ও ব্যাংকগুলোকে এই সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক আজ এ নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, নারী উদ্যোক্তাদের ঋণ বাড়াতে এই সুবিধা দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে এই টাকা দেবে। ফলে ব্যাংক ও গ্রাহক উভয়ই উপকৃত হবে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, জুলাই থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত বিতরণ করা ঋণের বিপরীতে এই সুবিধা দেওয়া হবে।
প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪ সালের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা খাতের ১৫ শতাংশ ঋণ নারী উদ্যোক্তাদের মধ্যে বিতরণের লক্ষ্য বেঁধে দেওয়া আছে। এ লক্ষ্য অর্জনে এই সুবিধা দেওয়া হয়েছে।
এর আগে নারী উদ্যোক্তাদের ঋণ দিতে সুদহার কমিয়ে ৫ শতাংশ করে বাংলাদেশ ব্যাংক। ‘স্মল এন্টারপ্রাইজ খাতে পুনঃ অর্থায়ন স্কিম’-এর আওতায় এ সুবিধা চালু করা হয়েছে।