ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির টাইমস স্কয়ার বিলবোর্ডে গতকাল রবিবার প্রদর্শিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মনির্ভর অডিও-ভিজুয়াল ক্লিপ। এই আয়োজনটি করেছে নিউ ইয়র্কভিত্তিক বিজ্ঞাপনী সংস্থা এনওয়াই ড্রিমস প্রোডাকশন।
উদ্যোক্তা ফাহিম ফিরোজ গণমাধ্যমকে বলেন, প্রতিদিন বিভিন্ন দেশের লাখো মানুষ জড়ো হয় টাইমস স্কয়ারে। জাতীয় শোক দিবসের দিনে বঙ্গবন্ধুর জীবন এবং সংগ্রামকে বিশ্বের মানুষের সামনে আমরা তুলে ধরতে পারছি। এটিই আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন।
তিনি আরও বলেন, ২৪ ঘণ্টায় প্রতি ২ মিনিটে ১৫ সেকেন্ড করে পুরো বিলবোর্ড জুড়ে এই প্রদর্শনী চলবে ৭২০ বার। প্রদর্শনীতে প্রাধান্য পেয়েছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের অংশবিশেষসহ স্মরণীয় কিছু ছবি ও ক্যাপশন।
বিশ্বের মানুষের সামনে বঙ্গবন্ধুকে উপস্থাপনের এই মাহেন্দ্রক্ষণে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহিদুল ইসলাম, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের রাষ্ট্রদূত রাবাব ফাতেমাসহ বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরা।