ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: আফগানিস্তান তালেবানের দখলে যেতেই দেশ ছেড়ে তাজিকিস্তান পালিয়েছেন প্রেসিডেন্ট আশরফ গনি। তার মন্ত্রিসভার অনেক সদস্যই ভারতে আশ্রয় খুঁজছেন। ইতোমধ্যে অনেকে ভারতে গিয়ে পৌঁছেছেনও।
শুক্রবার থেকেই আফগানিস্তানের রাজনৈতিক মহলের বেশ কিছু বড় নেতা ভারতে যেতে শুরু করেন। ওয়াহিদুল্লাহ কালিমজাই, আব্দুল আজিজ হাকিমি, আব্দুল কাদির জাজাই, মালেম লালা গুল, জামিল কারজাই, হামিদ কারজাই, শুকরিয়া এসাখেইল, মুহাম্মদ খান, আবদুল হাদি আরঘান্দিওয়াল, মুহাম্মদ শরিফ শরিফি, মরিয়ম সোলাইমানখেইল প্রমুখ সংসদ সদস্যরা রয়েছেন সেই তালিকায়।
তাদের মধ্যে কয়েকজন মন্ত্রীও ছিলেন গনি মন্ত্রিসভায়। পরিস্থিতি জটিল হতেই ভিসা নিয়ে ভারতে চলে যান তারা। আরও অনেকে সেই পথ অনুসরণ করতে পারেন বলে গণমাধ্যমের খবরে জানা গেছে। এছাড়া অনেকে ইরানেও আশ্রয় নিচ্ছেন বলে জানা গেছে।
এদিকে, যদি কিছু আফগান নেতা ভারতে চলে যাচ্ছেন, তাদের আশ্রয় দেওয়ার বিষয়ে এখনও ভারতের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।