প্রচ্ছদ

খুলনায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার নিন্দা জানালো সম্প্রীতি বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: খুলনার ঘাটভোগ ইউনিয়নে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী কর্তৃক হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, মন্দির ও প্রতিমা ভাঙচুরের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সম্প্রীতি বাংলাদেশ। মঙ্গলবার (১০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সম্প্রীতি বাংলাদেশ।

একই সঙ্গে সংগঠনটি ওই ঘটনার দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবির পাশাপাশি এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে রাষ্ট্র, সরকার, এলাকার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় সব ধরনের সতর্কতামূলক জরুরি কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে, সাম্প্রদায়িক উসকানিসহ যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি প্রতিরোধ করতে সব সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে সম্প্রীতি বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *