ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: শখ পূরণে মানুষ কত কিছুই না করে। কেউ কয়েন সংগ্রহ করতে ভালোবাসেন, কেউ বা ডাকটিকেট। কারও আবার পছন্দ জুতা সংগ্রহ করা কেউ বা জামা সংগ্রহ করতে ভালোবাসেন। বেলজিয়ামের এক নারীর পছন্দ টিনের বাক্স সংগ্রহ করা। প্রায় ৩০ বছর ধরে বিভিন্ন ধরনের বাক্স সংগ্রহ করে চলেছেন তিনি।
ওই নারীর নাম ইভেত্তে দারদেন্নে। তার বয়স ৮৩ বছর। বেলজিয়ামে লিয়েজে প্রদেশের গ্র্যান্ড-হ্যালেতে তিনি বাস করেন। ৩০ বছর আগে থেকে তিনি টিনের বাক্স সংগ্রহ শুরু করেন। বর্তমানে তার সংগ্রহে রয়েছে ৬০ হাজার বাক্স।
বর্তমানে চারটি বাড়িতে রাখা হয়েছে বাক্সগুলি। ইভেত্তে দারদেন্নে জানান, প্রথমে একটি চকলেটের বাক্স দিয়ে তিনি সংগ্রহ শুরু করেছিলেন।ধীরে ধীরে কফি, চাল, ক্রিম, জুতার কালি, তামাক, বিস্কুট রাখার বাক্সও যোগ হয়েছে এর সাথে।
ইভেত্তে দারদেন্নে বলেন, অনেকে মনে করে আমি বিভিন্ন জায়গায় বা দেশে গিয়ে এসব বাক্স সংগ্রহ করেছি। কিন্তু আমি কোথাও যাইনি। আমি যে বাক্স সংগ্রহ করি এটা জেনে পরিচতি -অপরিচিত অনেকেই যোগাযোগ করেছেন আমার সঙ্গে। ঘরে বসেই আমি এসব বাক্স সংগ্রহ করেছি।
ইভেত্তে দারদেন্নের সংগ্রহে দেশ-বিদেশের নানা ধরনের বাক্সও আছে। এর মধ্যে অনেকগুলো আবার পুরনো আমলেরও।
দারদেন্নে সংগ্রহে ১৮৬৪ সালের একটি প্যাটার্ন বক্স আছে যার উপরে দুটি ঘোড়ার প্রতীক দেখা যায়। ইংল্যান্ডের তৈরি এই বাক্স একসময় বিস্কুট রাখার জন্য ব্যবহার করা হতো।