ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: বাংলাদেশের তিন সাংবাদিককে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সম্মাননা দেওয়া হয়েছে। দেশটির বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল 786’ এই সম্মাননার আয়োজন করে। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের জ্যামাইকায় টেলিভিশন চ্যানেলের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণে দেশের অর্থনীতি নিয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত রোড শো’র সংবাদ কভার করতে যাওয়া তিন সাংবাদিক এ সম্মাননা পান। সাংবাদিকরা হলেন- টেলিভিশন ক্যাটাগরিতে সিটিজেন টেলিভিশনের হেড অব নিউজ ও প্রজেক্ট ডিরেক্টর এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) প্রেসিডেন্ট মো. হাসান ইমাম ইবনে হাবীব, সংবাদপত্রে দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন এবং অনলাইন ক্যাটাগরিতে অর্থনীতিভিত্তিক নিউজ পোর্টাল অর্থসংবাদের সিনিয়র রিপোর্টার এস এম জাকির হোসাইন।