আইন আদালত

বিমানবন্দরে ২২ লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রাসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম হাবিবুর রহমান (৪৩)। গতকাল রোববার তাকে প্রথমে আটক করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। পরে তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করে কাস্টমস কর্তৃপক্ষ। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) সজীব সরকার।

মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই সাইফুল ইসলাম বলেন, আসামি হাবিবুর রহমানের কাছে ২২ লাখ টাকা সমমূল্যের বিদেশি মুদ্রা পাওয়া গেছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্তের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *