ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: তুরস্কের ভূমধ্যসাগরে ২৩শ বছর পূর্বের মাছের কঙ্কাল পাওয়া গেছে। দেশটির প্রাচীন শহর পাতরায় খননকাজ চালানোর সময় এই কঙ্কালের সন্ধান মেলে।
তুরস্কের আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, তুস্কের রিসোর্ট শহর ভূমধ্যসাগরের আনতালিয়ার কাস জেলায় খননকাজ পরিচালনার সময় মাছের এই কঙ্কাল পাওয়া যায়। খননকাজ পরিচালিত হয় তুরস্কের আকদেনিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এরকান দানদারের তত্ত্বাবধানে।
খবরে বলা হয়, খননকারী টিম খননকাজের সময় ঝিনুক ও প্রাণীর হাড়ের উচ্ছিষ্ট আবিষ্কার করেন। কঙ্কালটি ব্রিম মাছ অথবা সামুদ্রিক অন্য কোনো মাছের কি না সেটা নির্ণয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে।
পাতরার খননকারী টিমের প্রধান হাভা স্কান বুধবার এক টুইট বার্তায় বলেন, খিস্ট্রপূর্ব তৃতীয় শতকে পাতরার স্থানীয়রা টুনা মাছ ও ব্রিম মাছ খেত।
এছাড়া এই শহরে খনন করতে গিয়ে সামদ্রিক শামুক থেকে নীল-বেগুনি রঙ পাওয়া গেছে যেটা এখন ভূমধ্যসাগরে বিলুপ্তপ্রায়।