ক্রীড়া প্রতিবেদক, ধূমকেতু ডটকম: এবারের অলিম্পিকে নারীদের স্ট্রিট স্কেটবোর্ডিং ইভেন্টটি জিতেছে ১৩ বছর বয়সী জাপানের কিশোরী নিশিয়া মোমিজি। অলিম্পিকে এই প্রথম স্কেটবোর্ডিং ইভেন্ট যুক্ত হয়েছে। আরিয়াক পার্কে সোমবার স্কেট-বোর্ডিংয়ের মেয়েদের স্ট্রিট ফাইনালে ১৫.২৬ পয়েন্ট তুলে সেরা হয়েছেন মোমিজি।
১৪.৬৪ পয়েন্ট নিয়ে রুপা জিতে চমক দেখিয়েছে রাইসা লিলেও। ব্রাজিলের এই অ্যাথলেটের বয়সও ১৩ বছর! ব্রোঞ্জ পাওয়া জাপানের ফুনা নাকাইয়ামার বয়স ১৬ বছর।
অলিম্পিক ইতিহাসে সর্বকনিষ্ঠ হিসেবে যারা খেলেছেন তাদের মধ্যে সবার উপরে রয়েছেন ডিমিট্রিয়াস লন্ড্রাস। যিনি ১০ বছর ২১৮ দিন বয়সে ১৮৯৬-এর অলিম্পিকে যোগদানের মাধ্যমে এই খেতাব অর্জন করেছিলেন। বর্তমানে এই রেকর্ডটি আমেরিকান ডুবুরি মার্জুরি গেষ্টিং নামে গচ্ছিত রয়েছে, যিনি ১৯৩৬ সালে ১৩ বছর ২৬৮ দিন বয়সে বার্লিন অলিম্পিকে স্বর্ণজয়ের মাধ্যমে এই খেতাব অর্জন করেন। নিশিয়া বর্তমান নারী রেকর্ডধারকের থেকে মাত্র কয়েক মাস বড়।