এ কেমন আমি!
খোকন কুমার রায়
যে আমারে দূরে ঠেলে
আমি তারে কাছে চাই
যে আমারে টানে কাছে
তাঁর থেকে দূরে পালাই
যে আমার অন্তর ভাঙ্গে
তাঁর পরাণে লই যে ঠাঁই
আমার দুঃখে হাসে যে বা
তাঁর দুঃখে কেঁদে বেড়াই
যে আমারে বানায় ফকির
তাঁর জন্যে প্রাসাদ বানাই
মুখের হাসি কাইড়া লয় যে
তাঁর খুশিতে জগত রাঙ্গাই
যে আমারে কুৎসিত কহে
তাঁর রূপেতে পাগল হই
যে আমারে করে ঘৃণা
তাহারে আর কিবা কই
যে আমারে ক্ষুধায় মারে
তাঁর জন্যে বানাই আহার
যে আমারে নামায় পথে
তাঁর তরে লুটাই আবার
যে আমারে দেয় অভিশাপ
তাঁর তরে করি মোনাজাত
তোমারে তাই কইগো দয়াল
সকল ঘৃণা যাক নিপাত।