নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ফরেনসিক মেডিসিন ও রোবটিক সার্জারি চালুর প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
বুধবার একাধিক সভায় উপাচার্য এই দিকনির্দেশনা দেন বলে বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কার্যালয় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। এদিন উপাচার্য করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য ‘ডি’ ব্লকের সামনে নতুন অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের কার্যক্রম উদ্বোধন করেন। এ সব কর্মসূচিতে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নজরুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।