ক্রীড়া প্রতিবেদক, ধূমকেতু ডটকম: শেষ হলো কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল পর্ব। এবার লড়াই সেমিফাইনালের। দুই ফেবারিট ব্রাজিল-আর্জেন্টিনা নিশ্চিত করেছে সেমিফাইনাল। শেষ চারে এই দুই দলের প্রতিপক্ষ হিসেবে থাকছে কোন কোন দল?
কোয়ার্টারের লড়াইয়ে ইকুয়েডরকে ৩-০ গোলে হারিয়ে সেমির টিকিট পেয়েছে মেসির আর্জেন্টিনা। তার আগে উরুগুয়েকে টাইব্রেকারে হারিয়ে চমক দেখিয়েছে কলম্বিয়া। সেমিফাইনালে শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে লড়তে হবে কলম্বিয়াকে। ৭ জুলাই (বুধবার) দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দুই দল।
এর আগে প্রথম সেমিফাইনালে নামবে আরেক ফেবারিট দল ব্রাজিল। তাদের প্রতিপক্ষও চূড়ান্ত হয়েছে। সেলেসাওরা লড়বে পেরুর বিপক্ষে। কোপার প্রথম সেমিফাইনালটি অনুষ্ঠিত হবে ৬ জুলাই (মঙ্গলবার) বাংলাদেশ সময় ভোর ৫টায়।
সেমিফাইনালের লড়াইয়ে নিজ নিজ ম্যাচে জয় পেলে ফাইনালের মঞ্চে দেখা হওয়ার সুযোগ আছে ব্রাজিল-আর্জেন্টিনার। ১১ জুলাই (রোববার) রিও ডি জেনেইরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে হবে ফাইনাল মহারণ।
ReplyForward |