নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকমঃ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তেল, চিনি ও ডাল কালোবাজারে বিক্রিতে জড়িত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। তারা হলেন আবুল কাশেম, মো. আরমান ও মো. ইরফান।
বৃহস্পতিবার রাতে রাজধানীর পল্লবী এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে দুই হাজার ৫২ লিটার তেল, ১৫০ কেজি চিনি ও ১০০ কেজি ডাল জব্দ করা হয়েছে।
র্যাব-৪ সূত্র জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে টিসিবির ন্যায্যমূল্যে বিক্রির জন্য বরাদ্দ পণ্য কালোবাজারে বেশি দামে বিক্রি করে আসছিল।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় র্যাব। এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় র্যাব।