নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: পুরান ঢাকার চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের পাঁচ মণ ভেজাল ঘি-সহ চারজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা বিভিন্ন ব্র্যান্ডের নামে ভেজাল ঘি বানিয়ে কৌটাজাত করে বিক্রি করে আসছিল।
আটকরা হলেন- আব্দুল সামাদ (৭৫), মো. রবিউল ইসলাম (৪৩), মো. শাহজাহান (২৪) ও মো. সোহাগ হোসেন (৩১)।
শনিবার (১২ জুন) বিকেলে চকবাজার থানাধীন বেগম বাজার, আলী হোসেন খান রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি লালবাগ বিভাগ।
ডিবি লালবাগ বিভাগের সহকারী কমিশনার মো. ফজলুর রহমান জানান, আটকরা নামিদামি ব্র্যান্ডের নামে ভেজাল ঘি তৈরি করে বাংলাদেশে বাজারজাত করে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।