গাজীপুর প্রতিনিধি, ধূমকেতু ডটকম: গ্রেপ্তার হওয়া সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবিতে গাজীপুরে কর্মরত গণমাধ্যম কর্মীরা প্রতিবাদ সভা, মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছেন। প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও গ্রেপ্তার করার প্রতিবাদে আজ বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গাজীপুর প্রেসক্লাব ও গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাব যৌথভাবে এ কর্মসূচির ডাক দেয়।
ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাকে অবিলম্বে মুক্তির দাবি জানান। এ সময় ২৪ ঘন্টার মধ্যে তাকে কারামুক্ত করা না হলে আজ বৃহস্পতিবার কাশিমপুর কারা ফটকের সামনে স্বেচ্ছায় কারাবরণসহ আরও কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন সাংবাদিক নেতৃবৃন্দ।
পরে বিভিন্ন দাবিতে প্রধানমন্ত্রী বরাবর এক স্মারকলিপি জেলা প্রশাসক এস. এম. তরিকুল ইসলামের কাছে পেশ করেন। এ কর্মসূচিতে ইলেট্রনিক, প্রিন্ট ও ওয়েব পোর্টালের শতাধিক কর্মী অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: কলাপাড়ায় দুস্থদের মাঝে যুবলীগের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
গাজীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আমজাদ হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রাহিম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- সাংবাদিক এনামুল হক, আলমগীর হোসেন, সৈয়দ মোকছেদুল আলম, মীর ফারুক, এম এ ফরিদ, মাসুদ রানা, মাহমুদা সিকদার, আবিদ হোসেন বুলবুল প্রমুখ।
এদিকে গাজীপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের সামনে সকাল ১০টায় গাজীপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে গাজীপুরে স্বাস্থ্য বিভাগের সকল সংবাদ বয়কটের কর্মসূচি ঘোষণা করেন সাংবাদিক নেতৃবৃন্দ। এতে বক্তব্য রাখেন- সংগঠনের সভাপতি সাংবাদিক শরীফ আহমেদ শামীম, ইকবাল আহমদ সরকার, অনিল মন্ডল, মুজিবুর রহমান, মোঃ আমিনুল ইসলাম, দেলোয়ার হোসেন, শাহ সামসুল হক রিপন প্রমুখ।