বন্ধু
খোকন কুমার রায়
তুই ই ছন্দ, তুই ই আনন্দ
তুই ই ভালোবাসা
তুই ই উচ্ছ্বাস, তুই ই বিশ্বাস
বাঁচিয়ে রাখিস আশা।
তোর হাতেই হাত রেখে মন
বহুদূর চলে যায়!
অভিমানে তাই শেষ আশা তুই
বিষন্ন সন্ধ্যায়।
আমার সকল উৎসবে তুই
খুশির ঝর্ণা ধারা
তোকে পাশে পেলে এক হয়ে যায়
যত সব জেতা-হারা।
শত বিপদে বন্ধুরে তুই
ঝাপিয়ে পড়িস হেসে
প্রতিদান তুই কিছুই না নিস
শুধুই ভালোবেসে।
বন্ধু তুই ই গাঁথিস মনে
নতুন স্বপ্ন মালা
তুই ছিলি বলে আজও থামেনি
আমাদের পথচলা।