নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: ঈদের আগে ব্যাংক ও পুঁজিবাজারে লেনদেনের সময় আগের চেয়ে এক ঘণ্টা বাড়ানো হয়েছে। চলমান লকডাউনের মধ্যে ব্যাংকে এখন থেকে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন চলবে বলে আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে।
আরও পড়ুন: প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত, প্রথম পুরস্কার ০০৫২৯৪০
অন্যদিকে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, পুঁজিবাজারে লেনদেন বেলা দেড়টা পর্যন্ত চলবে।
পুঁজিবাজার মঙ্গলবার পর্যন্ত খোলা ছিল সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। অন্যদিকে ব্যাংকে লেনদেন চলছিল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।