নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: বুয়েট ’৮৯ ক্লাব লিঃ এর সহায়তায় আজ বুধবার (৫ মে) বুড়িগঙ্গা নদীতে লোক পারাপারকারী নৌকার মাঝি, নরসুন্দর, জুতার কারিগর ও তৃতীয় লিঙ্গের নিম্ন আয়ের কর্মহীন আসহায় মানুষদের মাঝে ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শহীদুল ইসলাম খাদ্যসামগ্রী বিতরণ করবেন। আজ দুপুর ২টায় সার্কেল অফিসারের কার্যালয়, তেজগাঁও উন্নয়ন সার্কেল ১২/৪ পশ্চিম দোলাইর পাড়, শ্যামপুর, ঢাকা-১২০৪ (দোলাইর পাড় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পাশে) এই খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।
বুয়েট ‘৮৯ ব্যাচের দেশের বিভিন্ন পর্যয়ের কর্মকর্তাদের সহায়তায় জেলা প্রশাসনের এই মহতী কার্যক্রম সমাজের বিত্তশালীদের অসহায়দের পাশে এগিয়ে আসার অনুপ্রেরণা সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করা হয়।