নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: নাগরিকদের কাছে সরকার বিনামূল্যে ভ্যাকসিন সরবরাহের ধারা অব্যাহত রাখবে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত কোভিড-১৯ ভ্যাকসিন সমন্বয় ও ব্যবস্থাপনা সম্পর্কিত এক সভায় আজ বুধবার মন্ত্রী এ কথা জানান। মন্ত্রী বলেন, সরকার এখনকার মতই বিনামূল্যে ভ্যাকসিন ডোজ সরবরাহ অব্যাহত রাখবে।
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা উল্লেখ করে সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের টিকা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
কোভ্যাক্সের মাধ্যমে ভ্যাকসিন পাওয়া গেলে বাংলাদেশের টিকা সংরক্ষণশালায় আরও ৪ কোটি ভ্যাকসিন যুক্ত হবে বলে জাহিদ মালেক জানান। আরও বেশি পরিমাণ ভ্যাকসিন এসে পৌঁছলে বয়সসীমা কমানো এবং টিকা প্রদানের শিডিউলের বিষয়টি ভেবে দেখা হবে বলেও আশ্বাস দেন তিনি।
বিদেশিদের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী ভ্যাকসিন দেওয়া হবে বলেও জানান মন্ত্রী।