সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ (মঙ্গলবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হচ্ছে।
এ উপলক্ষে আমিরাতের মানবসম্পদ মন্ত্রণালয় সেদেশে তিন দিন ছুটি ঘোষণা করেছে। সোমবার দিবাগত রাতে বিশ্বের অন্যান্য দেশের মতো আমিরাতেও ধর্মপ্রাণ মুসলমানরা বিশেষ পুণ্যলাভের আশায় মিলাদ-মাহফিল, নফল নামাজ আদায়, জিকির ও কোরআন তিলাওয়াতে মশগুল ছিলেন। অনেকে রোজাও রেখেছেন।
প্রতি বছরের মতো এবারও সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ, পাকিস্তান, ভারতসহ বিভিন্ন দেশের মুসলিম কমিউনিটির সংগঠনগুলো সোমবার রাত থেকে মসজিদ ও রেস্টুরেন্টের হলরুমে বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করেন।
আরবি ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল সোমবার ইসলাম ধর্মের প্রবর্তক মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। তার জন্মদিনকে ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করে থাকে।
- কেরালায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫, স্থগিত তীর্থ উৎসব
- স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘অ্যাকশন’ নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী