Select Page

মনবাড়ি [ Mon Bari – Jewel Morshed]

শিল্পী : জুয়েল মোর্শেদ
কথা ও সুর : রাজিব হোসেন

অ্যালবাম : The Hit Album 3 [ ঈদ অ্যালবাম ]

একটা যায়গা রাখিস আমার লাগি
মনবাড়িতে তোর
যেখানেতে আমার রাত্রি,
আমার হবে ভোর
তুই রাখিস বন্ধু তা, এই ঘরটা
ছেড়ে কোথাও যাব না

ঘরের একটাই থাকবে দরজা
একটাই জনালা
ভালো থাকার সময় গুলোর
থাকবে আসা-যাওয়া
দিবি কি আমায় এমন এক ঘর
যেখানে নই আমি পর

ছুটবে বাতাস উঠোন জুড়ে
ছুটবে স্বপ্ন কিছু ঘরের ভেতর
তুই আর আমি ছুটবো তার পিছু
দিবি কি আমায় এমন এক ঘর
যেখানে নই আমি পর