Ochena Shohore (অচেনা শহরে)

ব্যান্ড: Winning (উইনিং)
অ্যালবাম: Ochena Shohore (অচেনা শহরে)

এক স্বচ্ছ অনাবিল আকাশে
মেঘ ভাসে
প্রশান্ত সময়ের পটভূমিতে
রঙিন ঘুড়ি এক ওড়ে আনমনে

এক ছোট্ট মায়াবী শহরে
একটি ছেলে
একাকী ভাবে সেই ঘুড়ির সাথে
যাবে কোন অচেনা শহরে

কোন এক অচেনা শহরে
ঘুম ভাঙে
সোনালী আলোর রথে
ভেসে আসে সুদূরের ডাক

কোন এক অশান্ত বাতাসে
ডানা মেলে
অপূর্ন স্মৃতির দেয়ালে
বাঁধা পায় জীবনের সুর

উদাস এই ক্ষনে
ব্যাথা জাগে মনে
কেটে যায় মায়ার বাঁধন
সব ছেড়ে আমি
চলে যাবো কবে যাবো

কোন এক অজানা পাহাড়ে
দিন শেষে
ধুসর জীবনের বিবর্তনে
খুঁজে পাই পথেরই শেষ

কোন এক অনন্ত আকাশে
দেখি চেয়ে
হাজার তারার ভীড়ে
মিশে গেছে জীবনের গান

উদাস এই ক্ষনে
ব্যাথা জাগে মনে
কেটে যায় মায়ার বাঁধন
সব ছেড়ে আমি
চলে যাবো কবে যাবো