প্রচ্ছদ

কোয়ারেন্টিন ছাড়াই সিঙ্গাপুরে ঢুকতে পারবে আট দেশের মানুষ


মহামারি করোনাভাইরাসের প্রভাব কাটিয়ে আবারও স্বাভাবিক হতে শুরু করেছে সিঙ্গাপুর। ইতিমধ্যে দেশটির প্রায় ৮৩ শতাংশ মানুষ করোনা টিকার দুটি ডোজই নিয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার বিদেশি পর্যটকদের জন্য কোয়ারেন্টিন মুক্ত ভ্রমণের অনুমতি দিচ্ছে দ্বীপরাষ্ট্রটি।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, আগামী ১৯ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন ও ফ্রান্সসহ আটটি দেশের মানুষ কোয়ারেন্টিন ছাড়াই সিঙ্গাপুরে প্রবেশ করতে পারবে। এক্ষেত্রে যারা টিকার দুটি ডোজ নিয়েছেন কেবল তারাই অনুমতি পাবেন। একই সঙ্গে করোনা পরীক্ষার নেগেটিভ সনদও থাকতে হবে।
শনিবার (৯ অক্টোবর) ঘোষিত সিঙ্গাপুর সরকারের এ সিদ্ধান্ত আন্তর্জাতিক লিঙ্ক পুনরায় চালু করার জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির কৌশলের একটি বড় পদক্ষেপ। তাছাড়া আন্তর্জাতিক বিভিন্ন কোম্পানির এশিয়ান হেডকোয়ার্টার সিঙ্গাপুরে অবস্থিত।
সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং বলেন, সিঙ্গাপুর একটি নতুন স্বাভাবিক অবস্থায় পৌঁছাবে। যেন পরিস্থিতি স্থিতিশীল হলে সীমাবদ্ধতা আরও কমাতে পারে। আর সেই অবস্থায় পৌঁছাতে আমাদের অন্তত তিন মাস লাগবে। অথবা ছয় মাসও লাগতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *