নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: এবারের সেরা করদাতার তালিকায় জায়গা করে নিয়েছেন শোবিজের ছয় তারকা। এরা হলেন- শাকিব খান, তাহসান খান, বিদ্যা সিনহা মিম, শাহীন সামাদ, মমতাজ বেগম ও রাইসুল ইসলাম আসাদ।
এ বছরও ১৪১ করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেছে জাতীয় রাজস্ব বোর্ড, যারা সেরা করদাতা হিসেবে বিবেচিত। ২৬ জানুয়ারি এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে এনবিআর।
গেজেটে জানানো হয়েছে, ২০১৯-২০২০ করবছরে যোগ্য করদাতা হিসেবে অভিনেতা-অভিনেত্রী বিভাগে ট্যাক্স কার্ড পাচ্ছেন এবার।
ট্যাক্স কার্ড পাওয়া ব্যক্তিরা রাষ্ট্রীয় অনেক সুবিধা পাবেন। তাদের জন্য বরাদ্দ রাখা হবে বিমানবন্দরে সিআইপি লাউঞ্জ। তারকা হোটেলসহ সব আবাসিক হোটেলে বুকিংসহ আরও অনেক সেবাতে তাদের অগ্রাধিকার থাকবে। এছাড়া, থাকছে আকাশ, রেল ও জলপথে সরকারি যানবাহনে টিকিট প্রাপ্তিতে অগ্রাধিকার এবং জাতীয় অনুষ্ঠান, সিটি করপোরেশন ও পৌরসভাসহ স্থানীয় সরকার কর্তৃক আয়োজিত সংবর্ধনায় আমন্ত্রণ।