পর্নো ভিডিও সরবরাহের অভিযোগে জয়পুরহাটে পাঁচজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫ (র্যাব)। শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের পাঁচুরমোড় মসজিদ মার্কেট ও রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- জয়পুরহাট সদরের কড়ইকাদিপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোস্তাকিম হোসেন (২৪), মাস্টারপাড়া এলাকার আব্দুল লতিফের ছেলে মো. রাজু (৩০), বুলুপাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে মহিদুল ইসলাম (৩২), চকগোপাল এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে আবু দারদা (৩৫) ও পলিবাড়ি এলাকার বাপ্পা বর্মনের ছেলে পার্থ বর্মন (২৩)।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি তাহমিন তৌকির জানান, মোবাইলসহ অন্যান্য ডিভাইসে পর্নো ভিডিও সরবরাহের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৭টি মনিটর, ৭টি সিপিইউ, ৭টি কি-বোর্ড, ৭টি মাউস, ১২টি হার্ড ডিস্কসহ বিভিন্ন ধরনের ২১টি ক্যাবল জব্দ করা হয়। এ সময় পাঁচজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে জয়পুরহাট থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
- মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৫ অভিবাসী ১৪ দিনের রিমান্ডে
- ইভানার মৃত্যু : স্বামী ও চিকিৎসকের বিরুদ্ধে মামলা