আন্তর্জাতিক

আত-তাহরির স্কয়ারে ৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর

ইয়েমেনের রাজধানী সানার আত-তাহরির স্কয়ারে প্রকাশ্যে ৯ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের সাবেক চেয়ারম্যান সালেহ আস-সামাদের হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়।
 হুথি আনসারুল্লাহ আন্দোলন পরিচালিত টেলিভিশন চ্যানেল আল-মাসিরা এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে এ মৃত্যুদণ্ড কার্যকর করেছে। তাদের অপরাধ আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় শনিবার তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
২০১৮ সালের এপ্রিলে সৌদি নেতৃত্বাধীন কথিত সামরিক জোটের ড্রোন হামলায় নিহত হন সালেহ আস-সামাদ। ওই হত্যাকাণ্ডে সহযোগিতা করার অপরাধে ১৬ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। পরে উচ্চ আদালতে ৭ জন খালাস পান।  

/জেড এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *