অর্থনীতি

প্রবাসী আয়ে নগদ সহায়তা আরো ১ শতাংশ বাড়ানোর পরামর্শ ড. আতিউরের

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: প্রবাসী আয়ে নগদ সহায়তা আরও ১ শতাংশ বাড়িয়ে ৩ শতাংশ করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।

বুধবার (২৯ ডিসেম্বর) সকালে হোটেল ইন্টার কন্টিনেন্টালে বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২১ এ মূল প্রবন্ধ উপস্থাপনায় তিনি এ পরামর্শ দেন।

ড. আতিউর রহমান বলেন, আমাদের হঠাৎ আমদানি বেড়ে গেছে, প্রচুর পরিমাণ কাঁচামাল আমদানি করা হচ্ছে। এর বিপরীতে রপ্তানির পরিমাণ কমেছে। তবে এটা সাময়িক সমস্যা। এটা সমন্বয় করতে প্রবাসী আয়ে আরও ১ শতাংশ নগদ সহায়তা দেওয়া যেতে পারে।

তিনি বলেন, আমাদের প্রবাসী বন্ড কেনায় এক কোটি টাকার যে লিমিট আছে, সেটা উঠিয়ে বাড়ানো যেতে পারে। বিনিয়োগ বাড়াতে প্রয়োজনে এর সুদহার ১০ শতাংশের স্থানে ৮ শতাংশ করা যেতে পারে। তারপরও এক কোটি টাকার সিলিংকে বাড়ানো যায়।

সাবেক এ গভর্নর আরও বলেন, আমাদের দেশ ও দেশের অর্থনীতি ঊর্ধ্বমুখী। আগামীতে ট্রিলিয়ন ডলারের দেশ হবে বাংলাদেশ। আমাদের মাথাপিছু আয় বেড়েছে। বঙ্গবন্ধু অর্থনীতিকে এগিয়ে নিতে যে স্বপ্ন দেখেছিলেন, তাকে যদি না হারাতাম তাহলে আজকের অবস্থায় অনেক আগেই যেতে পারতাম। তবুও দেশ এগিয়ে যাচ্ছে, সামনের দিকে আরও এগিয়ে যাবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পাঁচ দশকের অর্থনীতির উন্নয়ন-প্রসারণে বাংলাদেশ ব্যাংকের বড় ভূমিকা রয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ বহুদূর এগিয়েছে। দেশের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অর্থনৈতিক পুনর্গঠন ছিল টার্নিং পয়েন্ট। আর অর্থনৈতিক পুনর্গঠনে নেতৃত্ব দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।

এতে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ফজলে কবির, সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন ও ড. সালেহউদ্দিন আহমেদ ও অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার।

বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় দি সিটি ব্যাংক লিমিটেডের এমডি ও সিইও মাসরুর আরেফিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে এ সম্মেলন শুরু হয়।

আর পড়ুন:

চলতি বছরে চট্টগ্রাম বন্দরের সব সূচকে রেকর্ড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *